আইনের শাসনের অনুপস্থিতি অপরাধকে উস্কে দিচ্ছে

দেশে আইনের শাসনের অনুপস্থিতি ধর্ষন, যৌন নির্যাতনের মত অপরাধকে উস্কে দিচ্ছে। ফেনীর সোনাগাজিতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন ও আগুনে দগ্ধ করে হত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা একথা বলেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, আজকে পত্রিকার পাতা খুললেই দেখা যায় সারাদেশে ধর্ষণ ও যৌন নির্যাতনের মহোৎসব চলছে, এই নোংরা উৎসব চলতে দেয়া যায়না। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান, নুসরাত হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় তিনি নারীদের জন্য সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত পৃথক ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবী জানান।

সভাপতির বক্তব্যে মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম বলেন, অন্যায়কারী যেই হোক না কেন দ্রুত তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠবে।

মিছিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ সহ যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় ও মহানগরের দায়িত্বশীলবৃন্দ।

https://www.facebook.com/jubomajlisdhaka/videos/377131499554359/

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা