আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে খেলাফত ছাত্র মজলিসের শোক প্রকাশ

দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল ক্বাওমিয়্যা বাংলাদেশের কো চেয়ারম্যান,বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাবেক মহাসচিব,শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

এক শোকবার্তায় খেলাফত ছাত্র মজলিসের সভাপতি জানান ,আল্লামা আশরাফ আলী রহঃ ছিলেন দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। আমার ব্যাক্তিগত জীবনে তার অনেক অবদান রয়েছে।হুজুরের কাছে অনেকগুলো ক্লাস করারও সৌভাগ্য হয়েছে। প্রায় সময় হুজুর জামিয়া রাহমানিয়ায় আসতেন,খুব কাছ থেকে তখন হুজুরকে দেখতাম। হুজুর নিজ হাতে লাখ লাখ আলেম গড়েছেন। আমরা আরেকজন মুরব্বীহারা হয়ে গেলাম।

আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা