আসুন একটি কথায় একমত হই

تعالوا الى كلمة سواء بيننا وبينكم

কওমী মাদরাসা শিক্ষার সরকারী স্বীকৃতি ইস্যু নিয়ে দ্বিধা-দন্দ চরম পর্যায়ে পৌছার উপক্রম ৷ কওমীর শীর্ষ ব্যক্তিবর্গ স্পষ্ট দুই ভাগে বিভক্ত ৷ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কওমী শিক্ষাণীতি যাচাই বাছাই বিষয়ক উপ কমিটি গঠনের পর থেকে প্রতিনিয়ত পরিস্থিতি অবণতির দিকে গড়াচ্ছে ৷ সাধারণ শিক্ষার্থীরা পর্যন্ত বিষয়টিতে জড়িয়ে পড়ছে দৃষ্টিকটু উপায়ে ৷ বড় বড় ওলামায়ে কেরামের ব্যাপারে অশালীন ও আপত্তিজনক মন্তব্য-বক্তব্যে সচেতন মহল উদ্বিগ্ন ৷ বিষয়টি নিয়ে মতপার্থক্যের সুযোগে সীমালঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত ৷ আমরা চাই সুন্দর উপায়ে কল্যাণকামিতার ভিত্তিতে এই বিতর্কের মীমাংসা হোক ৷

সকলেই লক্ষ করছেন, স্বীকৃতি নিয়ে কোনো বিতর্ক নেই-সকলেই এব্যপারে একমত ৷ খুঁটিনাটি যে বিষয়গুলো নিয়ে ময়দান বেশি উত্তপ্ত সেগুলোকে ছেঁটে ফেলবার সময় হয়েছে ৷ আব্দুল জব্বার সাহেব, নূর হোসাইন কাসেমী সাহেব কিংবা ফরিদ উদ্দীন মসউদ সাহেব অথবা জমীয়তের দুই গ্রুপ বা অন্য কোনো পক্ষকে দোষারোপ কিংবা গালমন্দ করাকে আমরা পছন্দ করি না ৷ এটা কোনো সচেতন ব্যক্তির কাজ হতে পারে না ৷ সংশ্লিষ্ট সকলকে এগুলো পরিহার করার আহ্বান জানাই ৷ সেই সাথে মৌলিক ও গঠনমূলক একটি প্রশ্নের ভিত্তিতে সাধারণ ছাত্র-শিক্ষকের জনমত যাচাই করে সে আলোকে পদক্ষেপ নিতে মুরব্বীদেরকে আমরা অনুরোধ জানাতে পারি ৷

স্বীকৃতি চাই এটা নিয়ে যেমন বিতর্কের কোনো সুযোগ নেই, তেমনি কওমীর স্বকীয়তা-স্বাধীনতা বহাল রাখার বিষয়েও কোনো দ্বিমত নেই ৷ তাহলে এ বিষয়টিকে কেন্দ্র করেই তো এই বিরোধের মীমাংসা হওয়া সম্ভব ৷ তবে স্বকীয়তার ব্যখ্যা নিয়ে মতপার্থক্যের অবকাশ থেকেই আবার বিতর্ক শুরু হয়ে যায় ৷ তাই আমার কথা হল, এই বিতর্কের অবসানকল্পে আমরা একটি মানদণ্ড সাব্যস্থ করি যা দেওবন্দের উসূলে হাশতেগানার সপ্তম ধারার আলোকে নির্ধারিত ৷ সেটি হল, কওমীর স্বীকৃতি বাস্তবায়নে যে কর্তৃপক্ষ বা অথরিটি গঠিত হচ্ছে বা হবে তা গঠনের এখতিয়ার থাকবে কওমী মাদরাসা সমূহের হাতে, সরকারের হাতে নয় ৷ মজলিসে শূরার অধিকাংশের মতে তা গঠিত হবে ৷ দেশের সকল দাওরায়ে হাদীস/ মেশকাত/ কাফিয়া /কিতাব বিভাগ পর্যন্ত অথবা মক্তব হেফজখানাসহ সকল মাদরাসা মজলিসে শূরার সদস্য হবে ৷

যারা মনে করেন কওমীর নেতৃত্ব নির্বচনের দায়িত্ব কওমীর হাতে না থেকে সরকারের হাতে থাকলে ( উসূলে হাশতেগানার আলোকে) স্বকীয়তা রক্ষা পাবে না তারা আমার সাথে সহমত পোষন করুন ৷ আর যারা মনে করেন সরকারের হাতে থাকলেও স্বকীয়তা রক্ষা পাবে তারা দ্বিমত পোষন করুন ৷

আরজ গুজার
মুহাম্মাদ মামুনুল হক
জামিয়া রাহমানিয়া আরাবিয়া

 

[poll id=”3″]

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা