কাশ্মীরে আগ্রাসন চালালে ভারতের পরিনতি হবে সোভিয়েত ইউনিয়নের মতো- যুব মজলিস

কাশ্মীরে ভারতীয় বাহিনীর সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর।
 
ভারত অধিকৃত কাশ্মীরে ভারতীয় দখলদারদের অব্যাহত যুলুম ও সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে আজ বিকেলে মুহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 
মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে মিছিলে যুব মজলিস নেতাকর্মীরা ভূসর্গ কাশ্মীর থেকে অবিলম্বে দখলদার ভারতের নিযুক্ত সব সৈন্য প্রত্যাহারের দাবি জানান।
 
প্রধান অতিথির বক্ত্যবে সংগঠনের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, কাশ্মীরে আগ্রাসন চালালে ভারতের পরিনতি হবে সোভিয়েত ইউনিয়নের মতো; কাশ্মীর স্বাধীন হবে, ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে।
 
এসময় তিনি বলেন, ভারত সরকার সমগ্র রাজ্যে ১৪৪ ধারা জারি করে, নতুনকরে হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে। স্কুল-কলেজ-ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে, যোগাযোগের সমস্ত মাধ্যম বন্ধ করে দিয়ে, রাজ্যের সাবেক তিনজন মূখ্যমন্ত্রীকে গৃহবন্দী করে, সমগ্র রাজ্যকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এতে আমাদের আশংকা হচ্ছে তারা সেখানে নিরব এক গনহত্যার ষড়যন্ত্র করছে। এসময় তিনি দেওবন্দ মাদরাসার লাইব্রেরীর নির্মানকাজ বন্ধ্যের তীব্র নিন্দা জানান। এমনিভাবে আগরতলা বিমানবন্দরের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি দেশের জন্য আত্নঘাতী হবে বলেও জানান।
 
নগর সহসভাপতি মাও. জাহিদুজ্জামানের উপস্থাপনায় আরো বক্তব্য পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রূহুল আমীন খান। আরো উপস্থিত ছিলেন মাওলানা এহসানুল হক, যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, মাওলানা রুহুল আমীন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন প্রমুখ।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা