খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর বিজয় র‍্যালী অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
বিজয় র‍্যালী পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন বলেন, স্বাধীনতা আল্লাহ তাআলার নেয়ামত। দীর্ঘদিনের সংগ্রামের ফলশ্রুতিতে বাংলার বীর সেনারা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যে বিজয় ছিনিয়ে এনেছিল, তা আমাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে রাখবে। এ সময় তিনি আফসোস করে বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও বাংলার দামাল ছেলেদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। অধিকন্তু, শহীদদের সাথে উপহাস করে বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। যাতে দেশ,জাতি ও মুক্তিযুদ্ধের শহীদদের কোন উপকার তো নেই বরং অপকার হওয়ার সকল উপকরণই এতে বিদ্যমান । তাই আমাদের পূর্বসূরিদের দীর্ঘদিনের সংগ্রামের অভিযাত্রাকে বেগবান করার লক্ষ্যে, চেতনা ব্যবসায়ীদের চেতনা ব্যবসাকে রুখে দিতে আয়োজন করেছে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালী। এতে অংশগ্রহণকারী স্বাধীনচেতা ছাত্র-জনতা বাংলার দামাল ছেলেদের স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় শপথে অঙ্গীকারাবদ্ধ হন। স্বাধীনতার প্রকৃত স্বাদ বাংলার জনগণকে উপহার দেওয়ার জন্য আমরণ সংগ্রাম করার প্রতিশ্রুতি জানান।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিজয় র‍্যালীটি মোহাম্মদপুরস্থ ময়ূর ভিলা হতে যাত্রা করে রায়ের বাজার বধ্যভূমিতে (বুদ্ধিজীবী স্মৃতিসৌধ) সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

এতে আরো উপস্থিত ছিলেনকেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোশাররফ হুসাইন লাবিব, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ কামালুদ্দীন, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ হেদায়েতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মোশাররফ হুসাইন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ আবু বকর, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল্লাহ সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীরা।

সর্বশেষ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধের সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা