গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর। শনিবার মুহাম্মদপুরে আল্লাহ করিম মসজিদ থেকে টাউন হল মাঠ মসজিদে এসে মিছিলটি শেষ হয়। এসময় দলটির শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে সংগঠনের সভাপতি মাওলানা মামুনুল হক বলেন, আজ আমরা প্রচণ্ড ক্ষোভ নিয়ে রাজপথে নেমে এসেছি। সরকারের দায়িত্ব জনগণের কল্যাণে ভূমিকা রাখা। জনগণের মৌলিক অধিকার রক্ষায় সরকারকে দায়িত্ব দেওয়া হয়। অথচ সরকার জনগণের স্বার্থ রক্ষা না করে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী। ফলে সরকারের বাজেট টানতে টানতেই জনগণের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করার মাধ্যমে সরকার জাতীয় সংসদে রক্তচোষা বাজেট পাস করেছে। গ্যাস আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। আল্লাহ প্রদত্ব এ প্রাকৃতিক সম্পদ ভোগ করার একমাত্র অধিকার দেশের সাধারণ জনগণের। অথচ যেসব দেশ বিদেশ থেকে গ্যাস আমদানি করছে তাদের থেকেও আমাদের দেশের নাগরিকদের জন্য দিগুণ মূল্যে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এরচেয়ে বড় অন্যায় ও এরচেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের বিক্ষোভ

মাওলানা মামুনুল হক বলেন, সংসদে বিলাসী বাজেট আমরা দেখতে চাই না, এদেশে জনগণবান্ধব, মেহনতি মানুষবান্ধব ও জনকল্যাণমূলক বাজেট আমরা দেখতে চাই। এসময় তিনি রোববারের হরতাল সমর্থন করে বলেন, এ অন্যায়ের বিরুদ্ধে শুধু অর্ধবেলা হরতাল নয়, প্রয়োজনে দিবসের পর দিবস আমরা হরতাল দেখতে চাই। আজ জনবিচ্ছিন্ন সরকার জনগণের ওপর নয় বিদেশি শক্তির ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। এভাবে চলতে থাকলে এ দেশের স্বাধীনতা ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

এসময় আরও বক্তব্য রাখেন, যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বাইতুলমাল বিভাগের সহকারী সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম। ঢাকা মহানগরীর সহ-সভাপতি জাহিদুজ্জামানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন, মাওলানা মুর্শিদুল আলম, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবুল হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন প্রমুখ।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা