জনগণ কোন ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায়না-মাওলানা আবুল হাসানাত জালালী

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২২

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণ এর জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর শুক্রবার সকাল নয়টায় বছিলা শায়খুল হাদীস মিলনায়তনে শাখা সভাপতি মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, দেশের মানুষ আজ চরম দুর্ভোগে দিন অতিবাহিত করছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে। অপরদিকে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। ক্ষমতাসীনদের জন্য একরকম, বিরোধী মতের জন্য ভিন্নরকম।
শুধু তাই নয় এ সরকার নির্বাচন ব্যবস্থা কে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা কুক্ষিগত করতে দিনের ভোট রাতে চুরি করেছে। এক কথায় দেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। জনগণ কোন ব্যর্থ সরকারকে ক্ষমতায় দেখতে চায়না।

তিনি বলেন, লাখো মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা মামুনুল হক সাহেবকে আজ দীর্ঘ প্রায় দুই বছর যাবত মিথ্যা মামলা দিয়ে বন্দী রাখা হয়েছে। কারাবন্দী অনেকে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন। আল্লাহর গজব এবং রাষ্ট্রীয় সকল দুর্ভিক্ষ, দুর্যোগ থেকে মুক্তি পেতে মাওলানা মামুনুল হক সাহেব সহ সকল রাজবন্দীদের মুক্তি দিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, ঢাকা মহানগরীর বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ঢাকা জেলা দক্ষিণের মজলিসে আমেলার সদস্য মাওলানা হেলাল আমিন, মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা আমিনুদ্দিন মাওলানা মোশাররফ হুসাইন লাবীব প্রমুখ।

সর্বশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত জনশক্তি সম্মেলন সমাপ্ত হয়।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা