জনতার মিছিল আসছে

ওইতো বীর চট্টলা থেকে বাসের বহর আসছে
কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি খাগড়ছড়িও বাদ পড়েনি, আসছে
ফেনীতে বাসগুলো জড়ো হচ্ছে, নোয়াখালী লক্ষীপুর কুমিল্লাও জাগছে
শহিদবাড়ীয়ার মানুষ শহীদে ঈদগাহে জয়ের মাতম করছে
আসছে জনতার জোয়ার, গণ মানুষের জোয়ার
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

পঞ্জগড় ঠাকুরগাও কুড়িগ্রাম থেকেও ছেড়েছে বাসের বহর, লোকে লোকারণ্য,
স্লোগানে চিৎকারে যোগ হচ্ছে নীলফামারি লালমনিরহাটও
রংপুর গাইবান্ধা বাদ পড়েনি জয়পুরহাট; মুক্তি মিছিলে আসছে, ওইতো ঢাকা কাঁপছে
উল্লাসে জড়ো হচ্ছে নওগা নাটোর চাপাইয়ের মানুষেরা,
মিছিলের অপক্ষোয় পাবনার যুবকেরা
মিছিল তো শুরু হচ্ছে, জনতা তো আসছে।

বাঁধা নেই, ভয় নেই, ওরা তো চিন্তায় ডুবছে
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

খুলনায়ও গুঞ্জন। শহরের পথে পথে মানুষের আনাগোনা বাড়ছে
যশোরের বাস, সাতক্ষীরার বাস মেহেরপুর নড়াইলের বাস একত্রিত হচ্ছে
চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা বাগেরহাট ঝিনাইদহও আসছে।
কালিমার স্লোগানে পদ্মাও তরঙ্গ তুলছে। খুলনাতো আসছে
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

সদরঘাটে লঞ্চের বহর ঢুকছে!

বিশাল বিশাল জলযানগুলো মিছিলে মুখরিত উত্তাল
চাঁদপুর, বরিশাল, ঝালকাঠি, ভোলার ভেলা তো আসছে
পটুয়াখালী, বরগুনা, পিরোজপুরও মুক্তির আওয়াজ করছে
গাঁয়ের মানুষ, পথের মানুষ মাটির মানুষের মিছিল আসছে
এই জয় মানবতার, এই জয় স্বাধীনতার
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

 

ওইতো সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ থেকেও
শাহজালালের নাতি নাতকার সাওয়াল পাওয়াল আসছে
যিকিরের কলরবে যুবকের হুংকারে কুশিয়ারা সুরমাও দোলছে
ন্যায়ের সংগ্রামে সত্যের পথে ধীরে ধীরে মানুষ জাগছে
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

ওইতো মাটির মানুষেরা মিছিল দিচ্ছি
একটু বাদে ছাড়বে ময়মনের বাস, নেত্রকোণার বাস শেরপুরের বাস
জামালপুরের বাস ঢাকার পথ ধরেছে
এরা সাহসী মানুষ, কারো ভয়ে ডরে না, করো চোখে চোখ রাখে না
এরা মুক্তি যুক্তি শক্তির পথে নড়তে, এরা পারে স্বাধীনতার পথে লড়তে
তারাই আসছে। ধুলোঝড় উড়ছে, গাঁ গ্রাম কাঁপিয়ে আসছে
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

ওই ট্রাকে কে রে? ওই বাসে কে রে?
ওহ! এতো ভাসানীর আত্মীয় সিরাজগঞ্জ টাঙ্গাইলের মানুষ
গাজিপুরের পথে পথে মানুষের উল্লাসে
শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর সব-পুর একসাথে চলছে
এতো বিজয়ের বাতাস আসছে, জালিম তো ভয়ে দৌড়ছে
গোলাপীরাও স্লোগান তুলছে,
জয়ের নেশায় রাজবাড়ী মানিকগঞ্জ মুন্সিগঞ্জও ভাসছে
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

ভোরে ভোরে আরো ভোরে কিশোরগঞ্জ ও হাওড়ের মানুষে আসবে
নরসিংদীতেও বিশাল বাসের বহরের কাজ চলছে
ওই কাদের পদভারে রাজপথ প্রকম্পিত? উচ্ছ্বাসিত এন’গঞ্জের মানুষ
চতুর্দিকে মানুষ আর মানুষ
ওইতো পাহাড় নদী উথলিয়ে মানুষের জোয়ার আসছে।
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

ঢাকায় আজ টানটান উত্তেজনা
মিরপুর উত্তরা মুহাম্মাদপুর লোক আর লোক!
এতো লোক কেন? কেরানীগঞ্জে কিসের আয়োজন
গেন্ডারিয়া যাত্রাবাড়ী রামপুরায় মানুষ আর মানুষ
পল্টন গুলিস্তান কমলাপুর সদরঘাটে
মানুষের মিছিল, যুবকের মিছিল, মিছিল তরুণের
রাজপথ কাঁপিয়ে আসছে
আসছে জনতার জোয়ার, গণ মানুষের জোয়ার
আসছে তো আসছে। জনতার মিছিল আসছে

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা