[wonderplugin_slider id=”13″]
গত ২৪ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টা থেকে কিশোরগঞ্জ জেলার গাটাইলস্থ অতিথি কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা যুব মজলিসের উদ্যোগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যুব মজলিস কর্মীদের নিরলস কাজ করে যেতে হবে। সংগঠনের নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোয় অংশগ্রহনের পাশাপাশি সমাজের অন্যায়ের প্রতিবাদ ও অসহায় দুর্বলদের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজবিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি কোটা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জুলুম-শোষণ করে মানুষের নৈতিক অধিকার দাবায়া রাখা যায় না।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী বলেন, যুব মজলিস প্রদত্ত সকল কর্মসূচি ও নিয়ম-শৃঙ্খলার যথাযথ অনুসরণ করতে হবে। আজকে আমাদের মাইক বন্ধ করে সম্মেলন চালাতে বলা হয়। আমরা জানি, কাদের ইঙ্গিতে এসব হচ্ছে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা সে সকল লোকের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের আহমাদ, মাওলানা ফজলুর রহমান সহকারী সম্পাদক, বাইতুল মাল বিভাগ, কেন্দ্রীয় মজলিসে খাস। কেন্দ্রীয় মজলিসে খাস সদস্য মাওলানা মুহসিনুল হাসান, ময়মনসিংহ জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, নেত্রকোনা জেলা সভাপতি মাজহারুল ইসলাম, নরসিংদী জেলা সভাপতি মাওলানা আনোয়ার মাহমুদ, যুব মজলিস খ শাখার কেন্দ্রীয় সভাপতি আল আবিদ শাকির, সভাপতি পরিষদ সদস্য ফয়সাল মাহমুদ, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন যুব মজলিস কিশোরগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।