২১১
ঢাকা- ০১ জুলাই’ ২০১৩,
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মজলিসে আমেলার নেতৃবন্দ যৌথ বিবৃতিতে বলেন, সরকার চার সিটি নির্বাচনে হেরে যাওয়ার অন্যতম কারণ হেফাজতে ইসলাম। কিন্তু সরকার সেখান থেকে কোন শিক্ষা গ্রহণ করেনি বরং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা হেফাজতে ইসলাম নিয়ে উপহাসমূলক কটুক্তি করে যাচ্ছেন। গাজীপুর সিটি নির্বাচনে হেফাজতে ইসলাম তাদের হয়ে কাজ করছে তারা দাবী করেন। একদিকে হেফাজতে ইসলাম তাদের পাশে আছে বলে তারা প্রচারনা চালাচ্ছে। অন্যদিকে হেফাজত নেতা মামুনুল হককে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ডান্ডা বেড়ী পরিয়ে নির্যাতন করছে। এই ডাবল ষ্ট্যান্ডবাজী এদেশের আলেম উলামা ও সাধারন মানুষ বিশ্বাস করে না। নেতৃবৃন্দ সরকারকে ডাবল ষ্ট্যান্ডবাজী বন্ধ করে যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও হেফাজত নেতা মাওলানা মামুনুল হক এর মুক্তি দাবি করেন। তারা সরকারকে বলেন অবিলম্বে মামুনুল হক কে মুক্তি দিন অন্যথায় আগামীদিনের নির্বাচনে জনগণ আপনাদেরকে চরমভাবে প্রত্যাখান করবে। জনগণের কাছে যাওয়ার সুযোগ পাবেন না। বিবৃতিদাতাগণ হলেন, আবুল হাসানাত, মহসিন ভূঞা, জহিরুল ইসলাম, ফজলুর রহমান, সাইদুর রহমান, ওয়ালীউল্লাহ প্রমূখ।