তিন দিনব্যাপী কর্মী কর্মশালা কেন্দ্রীয় কার্যালয়ে সমাপ্ত; আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরা বাইতুল মুমিনে

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কর্মী কর্মশালা সমাপ্ত হয়েছে। ১ম, ২য় ,৩য় ও স্কিলস্ ডেভেলপমেন্ট এ চারটি কর্মশালায় প্রায় অর্ধশতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন। জ্ঞানের বর্ম পরিহিত যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আলোচনা, অধ্যয়ন,তাযকিয়া সহ বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন , মারকাযুল লুগাতিল আরাবিয়া বাংলাদেশের পরিচালক মাওলানা মুহিউদ্দীন ফারুকী, সাবেক কেন্দ্রীয় দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন এতে প্রশিক্ষণ প্রদান করেন। আজ দুপুর ১২ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়। ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন , খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম প্রমুখ।
আলহামদুলিল্লাহ! আগামীকাল রাত থেকে উত্তরা আজমপুরস্থ বাইতুল মুমিন মাদরাসায় শুরু হবে ১ম,২য় ও ৩য় কর্মশালা। সকলের নিকট কর্মশালা সাফল্যমন্ডিত হওয়ার দোয়া কামনা।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা