তেঁতুলিয়ায় খেলাফত ছাত্র মজলিসের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

শীতের তীব্রতা টের পাচ্ছে সবাই। কি শহরের, কি গ্রামের। আর উত্তরবঙ্গের অসহায় দরিদ্রদের কথা বলাই বাহুল্য। যাদের নুন আনতে পান্তা ফুরায়, শীতের উঞ্চ পোশাক জোগাড় করা সাধ্যের বাইরে। ফলে মানবেতর জীবনযাপন করতে হয় তাদের । শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ানো, সামর্থ্যের আলোকে সহযোগিতা করাকে সময়ের দাবি ও পূণ্যের কাজ বলে মনে করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। তাই, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস “সমাজকল্যাণ”কে অন্যতম এক কর্মসূচী নির্ধারণ করেছে। সময়কে ধারণ করে সেই কর্মসূচী পালন করে যাচ্ছে সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে বাংলার সর্বউত্তরের পঞ্চগড়ের শেষ থানা তেঁতুলিয়ায় শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। প্রায় দেড়শো পরিবারে উঞ্চকম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক শফীকুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি বদিউজ্জামাল প্রমূখ।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা