ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে ডাকসুর অপরিণামদর্শী সিদ্ধান্ত মেনে নেয়া হবে না: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস

ঢাবিতে জাসদ- বাসদ ও লীগের রাজনীতি চললে ইসলাম ও খেলাফতের রাজনীতিও চলবে। ষড়যন্ত্র করে ধর্মীয় ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না। নাগরিক হিসেবে প্রত্যেকের সংগঠন ও রাজনীতি করার যেমন অধিকার আছে, ঠিক তেমনিভাবে ধর্মীয় সংগঠন ও রাজনীতি করারও অধিকার রয়েছে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর আয়োজিত “ডাকসু কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণের নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ “ডাকসুর” বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাবনা পেশ করা হয় ও ডাকসু সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের নেতৃত্বে তা চূড়ান্ত হয়।
আজ ২৭ সেপ্টেম্বর ১৯ইং রোজ শুক্রবার বাদ আছর বাংলাদেশের সংবিধান বিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে মুহাম্মাদপুরের আল্লাহ করীম জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে টাউনহল কেন্দ্রীয় শহীদপার্ক মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, নবাব স্যার সলিমুল্লাহ বাম-রামদের রাজনীতি চর্চার জন্য ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন নি। বরং একজন মুসলিম হিসেবে ইসলামী রাজনীতি চর্চার জন্যই ঢাবি প্রতিষ্ঠা করেন। সুতরাং যারা আইন ও সংবিধানের বিরুদ্ধে গিয়ে ধর্মীয় ছাত্র রাজনীতির নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধের অপচেষ্টা করছে, তাদের পরিণতি শোভন-রাব্বানীর চেয়েও খারাপ হবে।
ডাকসুকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন- যেখানে দেশের সংবিধান ধর্মীয় রাজনীতির অনুমোদন দিয়েছে, সেখানে ডাকসু ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কে? তারা বলেন, যদি অথর্ব ডাকসু তাদের এই অসাংবিধানিক সিদ্ধান্ত প্রত্যাহার না করে তাহলে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।
সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওঃ ফজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাকির হোসাইন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগর সভাপতি মাওঃ রাকীবুল ইসলাম। খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোশাররফ হোসেন। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবরারুল হক নোমান। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমূখ।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা