নির্যাতনের শিকার মুফতি হুজাইফার পাশে যুব মজলিস প্রতিনিধিদল।

আজ সন্ধায় শাহবাগে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার মুফতি হুজাইফাকে দেখতে কামরাঙ্গীরচরে তার কর্মস্থলে যান যুব মজলিসের কেন্দ্রীয় ও মহানগর দায়িত্বশীলদের একটি প্রতিনিধিদল । এসময় তারা মাওলানা হুজাইফার কাছ থেকে হামলার বিবরণ শুনেন ও তার শারীরিক অবস্থার খোজ-খবর নেন ও ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানান। প্রতিনিধিদলে ছিলেন মাওলানা আবুল হাসানাত জালালী, সম্পাদক, সংগঠন বিভাগ, কেন্দ্রীয় মজলিসে আমেলা খাস। মাওলানা জহিরুল ইসলাম সম্পাদক, প্রশিক্ষণ বিভাগ, কেন্দ্রীয় মজলিসে আমেলা খাস। মাওলানা ফজলুর রহমান , সহ-সম্পাদক, বাইতুল মাল বিভাগ, কেন্দ্রীয় মজলিসে আমেলা খাস। মাওলানা শরীফ হুসাইন, সম্পাদক, সমাজ কল্যান বিভাগ, কেন্দ্রীয় মজলিসে আমেলা খাস। ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম ও সহ সভাপতি মাওলানা জাহিদুজ্জামান । এসময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জসীমুদ্দীন কাসেমী ও শিক্ষক মুফতি এনামুল হক।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা