বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ২য় কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

১৬ নভেম্বর,শুক্রবার] রাজধানী ঢাকার উপকন্ঠে কাজী বসিরউদ্দিন মিলনায়তনে অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ২য় কেন্দ্রীয় সম্মেলন। উপমহাদেশের ইসলামী আন্দোলনের প্রানপুরুষ শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রাহ. এর রেখে যাওয়া আদর্শের রাহবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা মামুনুল হকের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে এ সম্মেলনের সুচনা হয়। সারা দেশ থেকে আগত কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহনে অল্প সময়েই মিলনায়তন কানায় কানায় ভরে উঠে।
উদ্বোধনী ভাষনে মাওলানা মামুনুল হক বলেন, গতানুগতিক ধারার রাজনীতির করার জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আর্বিভাব হয়নি। বরং বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মূল উদ্দেশ্য হল সর্বাগ্রে ব্যাক্তিজীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফতের আন্দোলনে শরিক হওয়া। যদি কারো ব্যক্তি জীবনে পূর্ন শরিয়তের বাস্তবায়ন না থাকে তবে এরকম লাখ কোটি মানুষ একত্রিত হলেও ইসলামী খেলাফতের কোন ফায়দা হবে না। এজন্য আমলভিত্তিক রাজনিতীর মাধ্যমে খেলাফতের পথে অগ্রসর হতে হবে।
যুব মজলিসের নির্বাহী পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুল হাসানাতের পরিচালনায় সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারা দেশ থেকে আগত তৃনমূল নেতারাও বক্তব্য ও রাখেন। তারা বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেবল একটি সংগঠন নয় বরং এটি একটি ইনস্টিটিউট, দ্বীনের আদর্শ কর্মী গড়ার একটি প্রতিষ্ঠান। একজন কর্মী কিভাবে দ্বীনের প্রকৃত অনুসারী হিসেবে গড়ে উঠবে সে লক্ষ্যে তৃনমূল পর্যায় থেকে কাজ করে যাচ্ছে এ সংগঠন।
দুপুর ১২ টায় সম্মেলনের সমাপনী ভাষন দেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আমি আবারো সবাইকে স্বরন করিয়ে দিতে চাই, ব্যাক্তি জীবনে ইকামাতে দ্বীনের আদর্শ বাস্তবায়নই হবে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রথম কর্মসূচী। যুব মজলিসের প্রতিটি কর্র্মীকে তার ব্যাক্তিজীবনে সর্বাগ্রে দ্বীনের আহকামকে পুর্নাঙ্গভাবে কায়েম করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কোন নেতা নেই। সবাই আমরা কর্র্মী। আমরা সবাই আল্লাহর গোলাম। ইকামাতে দ্বীনের জন্য নিবেদিত প্রান কর্মী। আমাদের সবাইকে সে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে।
সম্মেলন শেষে এই প্রথমবারের মত বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর নানা প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইতুল মোর্কারমের দক্ষিন গেটে এসে সমাপ্ত হয়।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা