মাওলানা মামুনুল হকের মুক্তি কামনায় রাজধানীতে যুব মজলিসের দোয়া মাহফিল

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দীদের মুক্তি কামনায় আজ ৩০ ডিসেম্বর শুক্রবার বাদ আসর রাজধানীর মুহাম্মাদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লাহ্‌ করীম জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত এ মাহফিলে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি দাবী করে বক্তারা বলেন, দেশে আইনের শাসন নেই বলে গণমানুষের সর্বাধিক প্রাণপ্রিয় আলেম মাওলানা মামুনুল হককে অন্যায়ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবন্দি করে রেখেছে প্রতিহিংসাপরায়ণ বর্তমান সরকার। বিনাভোটে ক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী ভালোভাবেই জানে যে, এবার ক্ষমতা হারালে জনগণের ওপর নির্বিচারে চলা জুলুম-নির্যাতনের হিসাব কড়ায়গণ্ডায় আদায় করা হবে। তাই গদি হারানোর ভয়ে পথ নিষ্কণ্টক করতে হকের বলিষ্ঠ কণ্ঠস্বর মামুনুল হককে কারারুদ্ধ করা হয়েছে যাতে আর কেউ প্রতিবাদী হতে সাহস না পায়।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা