যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দী সকল আলেম ও তৌহিদী জনতার দ্রুত মুক্তি কামনায় আজ ২৫ নভেম্বর (শুক্রবার) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বক্তারা বলেন, মাওলানা মামুনুল হকসহ ওলামায়ে কেরামকে বন্দি করে সরকার নাগরিক বাকস্বাধীনতা হরণের যে চক্রান্ত শুরু করেছিল ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে তদারকির নির্দেশ তারই চূড়ান্ত পদক্ষেপের অংশ। ইসলাম ও জনগনের পক্ষে কথা বলাতেই মামুনুল হক সরকারের চক্ষুশূলে পরিণত হয়েছিল, সে প্রতিশোধ নিতেই তাকে বছরের পর বছর প্রায় অর্ধশত মিথ্যা মামলায় আটকে রেখে হয়রানি করা হচ্ছে। জনগনের উপর জগদ্দল পাথরের মত বসে থাকা সরকার এখন ওয়াজ মাহফিল নিয়েও ক্ষমতা হারানোর আতঙ্কে ভীত। মামলা, হামলা, হুমকি ও আইন করে ওলামাদের কণ্ঠরোধ করা যাবে না। জনগণ এ কালো আইন মেনে নিবে না। বরং এমন নির্দেশ সরকারের জন্য বুমেরাং হবে।।
পাশাপাশি ওয়াজ মাহফিলে বিধিনিষেধ ও অশ্লীল যাত্রাপালার সুযোগ প্রদানে সামাজিক অবক্ষয় আরও বৃদ্ধি পাবে বলে বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।
নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর-এর সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, দপ্তর বিভাগের সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, ঢাকা জেলা দক্ষিনের সভাপতি মাওলানা জাকির হুসাইন, মহানগরীর মজলিসে আমেলা সদস্য মিজানুর রহমান, মাওলানা যাকারিয়া আল ফারুকী, মাওলানা আবুল খায়ের শরীফী, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামালুদ্দীন প্রমুখ।