নিজস্ব প্রতিবেদন: মিশরের সাবেক প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদার হুডের শীর্ষ নেতা মুহাম্মদ মুরসিকে স্বৈরতান্ত্রিক নির্যাতনে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর। বুধবার মুহাম্মদপুরে আল্লাহ করিম থেকে টাউন হল মাঠ মসজিদে এসে মিছিলটি শেষ হয়।
এসময় দলটির শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন। এসময় ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম বলেন, ড. মুহাম্মদ মুরসি ছিলেন মিশরের ইতিহাসে একমাত্র নির্বাচিত রাষ্ট্রপ্রধান। তিনি ছিলেন বিশ^ব্যাপী ইসলামি আন্দোলনের মূর্তপ্রতীক। তিনি জালিমের কারাগারে দীর্ঘদিন বন্দি ছিলেন। স্বৈরশাসক সিসি সরককারের জুলুম ও নির্যাতনে তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়। তিনি বলেন, শুধু মিশর নয়, গোটা বিশ্বজুড়েই সম্রাজ্যবাদীদের কালো হাত ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের লক্ষ ইসলামি শক্তিকে ধূলিস্যাত করে দেওয়া। আমরা তরুণরা সচেতন না হলে এ অপশক্তির কালো হাত একদিন এ দেশের মাটিতেও মাথাচাড়া দিয়ে উঠবে।
এসময় আরও বক্তব্য রাখেন, যুব মজলিসের সহকারী বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্ত্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন। ঢাকা মহানগরীর সহ সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরীর নির্বাহী সদস্য মাওলানা মুর্শিদুল ইসলাম, মাওলানা আবুল হুসাইন, মাওলানা রুহুল আমীন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন প্রমুখ।