বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় শাইখুল হাদীস মিলনায়তনে তিন দিনব্যাপী (১,২,৩ ডিসেম্বর ২০২২ ইং) তরবিয়তী মজলিস অনুষ্ঠিত হয়েছে।
এতে বিষয়ভিত্তিক আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি আশরাফুজ্জান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, প্রকাশনা সম্পাদক ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, মজলিসে খাসের সদস্য মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা ইমদাদ আশরাফ, শুরায়ে আমের সদস্য মাওলানা ইমদাদুল্লাহ, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাহিদুল আলম ও মাওলানা মুহিব্বুল্লাহ মাসনুন।
আজ সমাপনী অধিবেশনে অগ্রসর কর্মীদেরকে সংগঠক ঘোষণা করা হয় এবং সারাদেশে দ্বীন বিজয়ের দাওয়াত পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়ে যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ মজলুম কারাবন্দীদের মুক্তি কামনায় বিশেষ দু’আ ও মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।