সদস্যদের নিয়ে ঢাকা মহানগরীর তা’লীমী মজলিস অনুষ্ঠিত

আজ (শুক্রবার ৭ অক্টোবর) বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর অগ্রসর সদস্যদের নিয়ে তা’লীমি মজলিস অনুষ্ঠিত হয়েছে। এতে মহানগরীর বিভিন্ন জোনের সদস্যগন অংশগ্রহণ করেন। মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় অফিস ও প্রকাশনা সম্পাদক ও যুব মজলিস ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আবুল হুসাইন, দপ্তর বিভাগের সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম।
তালীমী মজলিস শেষে অগ্রসর ১০ জন সদস্যকে কর্মী ঘোষণা করে তাদের হাতে কর্মী নেযামুল আমাল তুলে দেয়া হয়।।
সর্বশেষ সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীর সদ্যভুমিষ্ট সন্তানের ইন্তেকালে তার পরিবারের জন্য দোয়ার মাধ্যমে মজলিস সমাপ্ত হয়।।

মাওলানা মামুনুল হকের অন্যায়ভাবে কারাবন্দীর

Loading..

ফেসবুকে আমরা