রাজনীতির পিচ্ছিল, কণ্টকাকীর্ণ, দ্বন্দ ও ঝঞ্ঝামুখর ভুবনে আপনাকে স্বাগতম। এখানে আপনাকে ঈর্ষা ও প্রতিদ্বন্তিতার মুখোমুখি হওয়ার পাশাপাশি নিষ্ঠুর সমালোচনাও সইতে হবে। রাজনীতির ধর্মও এটা।
সংগঠনের ১০ বছর পূর্তিতে রাজধানীতে বিশাল কর্মী-সমর্থকের উপস্থিতিতে সম্মেলন করার মাধ্যমে ইসলামী ও সেক্যুলার ঘরানা, অনুরাগী-বিরাগী, ইতিবাচক এবং নেতিবাচক মনোভাব পোষণকারী সকল মহলের নজর কেড়েছেন আপনি।
আপনি ফুল স্পীডে মহাসড়কে বিচরণ করলেও ছোট্ট গলি-ঘুপচির অনেকেই আপনাকে এবং আপনার কর্মকা-কে প্রশ্নবিদ্ধ ও প্রতিপন্ন করতে চাইবে। ওই মুহূর্তে আপনাকে শক্ত হাতে, কঠোর নিয়ন্ত্রণে স্টিয়ারিং হুইল চেপে রাখতে হবে। আমাদের বিশ্বাস আপনি সেটা পারবেনও ইনশাআল্লাহ।
প্রকাশ্যে প্রশংসার বান ফুটিয়ে পেছনে সমালোচনার বিষাক্ত বাণে আপনাকে বিদ্ধ করতেও কুন্ঠিত হবে না অনেকে। এমন দুমুখোদের ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাকে।
একটি দুটি সমাবেশে লোকসমাগম দেখে আত্মতৃপ্ত হবার সুযোগ নেই এবং আমাদের ধারণায় এমন তৃপ্তিতে ভোগার লোকও আপনি নন। নিশ্চয়ই সংগঠনে আপনার ডানে-বামে অবস্থানকারী দায়িত্বশীলগণও এই প্রোগ্রাম থেকে সংগঠনের কাজকে আরও পরিব্যপ্ত, বিস্তৃত এবং সংহত করার ব্যাপারে উদ্যমী ও প্রতিজ্ঞাবদ্ধ হবেন।
এই প্রজন্মের ছাত্র ও তরুণ সমাজ অনেক সচেতন। তাদেরকে সংগঠনে সম্পৃক্ত এবং সক্রিয় করতে চাইলে আপনাকে সময়োপযোগী কর্মসূচি ও কর্মনীতি গ্রহণ করতে হবে। আর এটা আপনার চেয়ে ভালো কে জানে যে, কেবলমাত্র আবেগনির্ভর কর্মী কখনো সংগঠনের প্রাণ এবং শক্তি হতে পারে না বরং একসময় তারা ছিটকে পড়ে।
অনতিবিলম্বে দক্ষ, স্মার্ট এবং চৌকস একটা মিডিয়াসেল গঠন করতে হবে আপনাকে। যারা প্রতিনিয়ত সংগঠনের কার্যক্রমকে মিডিয়ায় প্রচারের পাশাপাশি আকর্ষণীয় ও ইতিবাচক রূপে সাধারণ মানুষের সামনেও তুলে ধরবে।
ভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক হওয়া সত্ত্বেও আপনার উদ্যম, স্পৃহা, পরিকল্পিত ও সুদূরপ্রসারী ভাবনা অনেককে নিন্দুক ও কট্টর সমালোচক থেকে অনুরাগী বানিয়েছে।
তারা ভাল কাজে বাহবা দিবে, সম্ভব হলে আপনার পাশে থাকবে। মন্দ কিছু দেখলে সমালোচনাও করবে। নিশ্চয়ই আপনি উভয় কাজকে ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করবেন।
দেশের ক্রান্তিকালে, রাজনীতি এবং ইসলামী রাজনীতির প্রতিকূল পরিস্থিতিতে, রাজধানীর-রাজনীতির-রাজপথের কেন্দ্রবিন্দুতে আপনার প্রথম রাজনৈতিক সভায় বিপুল উৎসাহে কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ ভালোকিছুর সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকছে। এই ভূখ-ে যারা ইসলামকে বিজয়ী দেখতে চান, তাদেরকে আপনার প্রোগ্রাম আশান্বিত করেছে।
প্রিয় নেতার সামান্য মুচকি হাসি, স্নেহমাখা হাতের ছোঁয়া, উৎসাহব্যঞ্জক পিঠ চাপড়ে দেয়া কর্মীর কর্মস্পৃহা বহুগুণে বৃদ্ধি কওে দেয়। বিশেষত ইসলামী সংগঠন কর্মী-সমর্থকরা নেতার কাছ থেকে এতোটুকু পেলে নিজেকে ধন্য মনে করে তার জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত হয়ে যায়।
আপনার বক্তব্যে গুরুত্বপূর্ণ আট-দশটি বিষয়ের জোরালো, বলিষ্ঠ এবং গোছালো উপস্থাপন প্রমাণ কওে দেয় যে, আপনি রাজনীতিবিদ হিসেবে সমাজে নিত্য ঘটে চলা সবকিছুর প্রতি সজাগ দৃষ্টি রাখছেন। একজন রাজনীতিবিদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলামী রাজনৈতিক অঙ্গন যোগ্য নেতৃত্ব শুন্যতায় হাহাকার করে ফিরছে। আপনার বলিষ্ঠ, যোগ্য, সাহসী, বুদ্ধিদীপ্ত ও সময়োপযোগী নেতৃত্বে সেই শূন্যতা পূরণ হোক এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস দৃপ্ত পদক্ষেপে সামনে এগিয়ে যাক সেই কামনা করছি।
২৭৫