৫৬৯
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের শাখা মজলিসে আমেলার সদস্যদের নিয়ে ”কেন্দ্রীয় দায়িত্বশীল সভা” সঙ্গঠনের কেন্দ্রীয় কার্যালয়ের শাইখুল হাদিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই রোজ শনিবার অনুষ্ঠিত এ সভায় সারা দেশ থেকে মজলিসে আমেলার দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। সভায় দায়িত্বশীলগন নিজ নিজ শাখার ষান্মাসিক প্রতিবেদন পেশ করেন। সঙ্গঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনা পেশ করেন সভাপতি পরিষদ সদস্য জনাব মহসিন ভূইয়া, প্রশিক্ষন সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সভাপতি পরিষদ সদস্য মাওলানা শরীফ সাঈদুর রহমান, সাঙ্গঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, মজলিসে শুরা খাসের সদস্য ক্বারী হুসাইন আহমাদ প্রমুখ। সর্বশেষ উন্মুক্ত প্রশ্নোত্তর ও সভাপতির দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।