বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন

الحمد لله رب العلمين والصلوة واليلام علي سيد الانبيآء والمرسلين وعلي آله واصحابه ومن تبعهم باحسان الي يوم الدين
নবী আলাইহিমুসসালামগণ আল্লাহর দ্বীন দুনিয়াতে বাস্তবায়নের লক্ষ্যে মৌলিকভাবে তিনটি বুনিয়াদী কর্মসূচি পালন করেছেন ৷
তালীমে দ্বীন (ইসলামের শিক্ষা)
তাবলীগে দ্বীন (ইসলামের দাওয়াত)
তাগলীবে দ্বীন (ইসলামকে বিজয়ী করা)
ইসলামী শিক্ষা বাস্তবায়নের লক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম প্রচলিত আছে ৷ তদ্রুপ তাবলীগে দ্বীনের জন্যও নানামুখী কার্যক্রম আছে ৷ এই দুই ক্ষেত্রের ন্যায় তাগলীবে দ্বীন তথা ইসলামকে বিজয়ী করার জন্যও ইসলাম অনেক গুলো কাজ দিয়েছে ৷ যেমন,
১,জিহাদ ফী সাবীলিল্লাহ
২, আমর বিল মারূফ ও নাহি আনিল মুনকার তথা ন্যায় কাজের আদেশ ও অন্যায় কাজে নিষেধ
৩,খুরূজ ‘আলা আইম্মাতিল জাওর তথা জালেম শাসকের বিরুদ্ধে ময়দানে অবতীর্ণ হওয়া
৪, মজলুমের সাহয্যে এগিয়ে আসা ও জালেমের বিরুদ্ধে রুখে দাড়ানো প্রভৃতি ৷
উপরোক্ত কাজগুলো ছাড়াও সর্বোপরি তাগুতী শক্তিকে নির্মূল করে ঈমানী হুকুমত বা খেলাফত কায়েমের সংগ্রামে আত্মনিয়োগ করাই হলো তাগলীবে দ্বীনের কাজ ৷ আর এটাই হলো পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন ৷ ইসলামী আন্দোলনের কাজে সাফল্য লাভ করতে হলে মজবুত সংঘবদ্ধতা, নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী ও যোগ্য নেতৃত্বের কোন বিকল্প নেই ৷ সেই সাথে সংগ্রামে বিজয় লাভ করতে চাইলে জাহেরী শক্তির পাশাপাশি রূহানী শক্তিতে বলীয়ান হতে হয় ৷ সাহাবায়ে কেরাম ও পূর্বসূরিগণ এ পথেই পৃথিবীর দিকে দিকে সাম্য,শান্তি ও আদর্শের বিজয়কেতন উড্ডীন করেছেন ৷ এই লক্ষ্য অর্জনে যুব ও তরুণ প্রজন্মের মাঝে কাজ করে যাচেছ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৷ নেতৃত্ব গঠনে কার্যকর প্রশিক্ষণ ও রূহানিয়াতের শক্তি অর্জনে আমলী তরবিয়ত আর সেই সাথে মাঠে ময়দানে দাওয়াতী ও সংগ্রামী তৎপরতার মাধ্যমে এই সংগঠন তার অভীষ্ট লক্ষ্যপাণে এগিয়ে চলছে ৷ বাংলাদেশ খেলাফত যুব মজলিস নিম্নোক্ত পর্যায়ক্রমে তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে চায় _
১, ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম পালনের মাধ্যমে দ্বীনবিজয়ের প্রথম স্তর
২, সমষ্টিগত জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়নের মাধ্যমে দ্বীনবিজয়ের দ্বিতীয় স্তর
৩, আল্লাহ, রাসুল,কুরান,সুন্নাহ তথা ইসলামের জন্য অবমাননাকর যে কোন কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে দ্বীন বিজয়ের তৃতীয় স্তর
৪, শাসনব্যবস্থায় আল্লাহর বিধান তথা খেলাফত কায়েমের মাধ্যমে দ্বীনবিজয়ের চতুর্থ স্তর
এভাবেই জীবনের সর্বস্তরে মহান আল্লাহ জাল্লা শানুহূর সুমহান দ্বীন ইসলামকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসাবে আগামী ৩১শে অক্টোবর’১৪ রাজধানী ঢাকার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন ৷
সর্বস্তরের ইসলামপ্রিয় জনতাকে তাগুতী ও কায়েমী শাসনব্যবস্থা, ইসলাম ও মানবতা বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সর্বব্যাপি সংগ্রামে অবতীর্ণ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছে দ্বীনবিজয়ের সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ৷
_____________________
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের
………………………………
তৃতীয় কেন্দ্রীয় সম্মেলন ……………………………
৩১শে অক্টোবর ‘২০১৪ শুক্রবার
সকাল ৯টা
………………………………
জাতীয় প্রেসক্লাব মিলনায়তন ঢাকা
………………………………
উদ্বোধন করবেনঃ
শায়খুল হাদীস মাওলানা আশরাফ আলী
চেয়ারম্যান, অভিভাবক পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিস
প্রধান অতিথিঃ
প্রিন্সপ্যাল মাওলানা হাবীবুর রহমান
আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস
বিশেষ অতিথিঃ
মাওলানা মাহফুজুল হক
মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস
বক্তব্য রাখবেনঃ
মাওলানা শরীফ সাঈদুর রহমান
সভাপতি পরিষদ সদস্য, বাংলাদেশ খেলাফত যুব মজলিস
জনাব মহসিন ভূঁইয়া
সভাপতি পরিষদ সদস্য, বাংলাদেশ খেলাফত যুব মজলিস
ও অন্যান্য নেতৃবৃন্দ
সভাপতিঃ
মাওলানা মামুনুল হক
সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস
…………………………………………………
কেন্দ্রীয় কার্যালয়:
তাগলীবে দ্বীন মারকায, মদিনা মসজিদ, ওলামানগর, ঘাটারচর, কেরানীগঞ্জ

ফেসবুকে আমরা