” তাগলীবে দ্বীন মারকায ” এর আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ৮ই রমযান সোমবার

السلام عليكم ورحمة الله
ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নে ঘাটারচর ওলামানগরস্থ মদীনা মসজিদের নিচ তলায় ” তাগলীবে দ্বীন মারকায ” নামে নতুন অফিসের কার্যক্রম শুরু করেছে ৷ ইনশাআল্লাহ তরুণ প্রজন্মকে ইসলামী আন্দোলনের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য যথাযথ প্রশিক্ষণের লক্ষ্যে বহুমুখী কার্যক্রমের সমন্বয়ে একটি কমপ্লেক্স রূপে পরিচালিত হবে এই মারকায ৷ এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক শুভ সূচনার লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ৷
তাগলীবে দ্বীন মারকাযের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান সমূহ:
১, কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ খেলাফত যুব মজলিস
২, কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস
৩, শাইখুলহাদীস রহঃ শিক্ষা ও গবেষনা কেন্দ্র
৪, আল্লামা ফরিদপুরী রহঃ পাঠাগার
৫, খেলাফত মিলনায়তন.
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি ৷

ফেসবুকে আমরা