৭৮৪
السلام عليكم ورحمة الله
ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস তার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নে ঘাটারচর ওলামানগরস্থ মদীনা মসজিদের নিচ তলায় ” তাগলীবে দ্বীন মারকায ” নামে নতুন অফিসের কার্যক্রম শুরু করেছে ৷ ইনশাআল্লাহ তরুণ প্রজন্মকে ইসলামী আন্দোলনের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য যথাযথ প্রশিক্ষণের লক্ষ্যে বহুমুখী কার্যক্রমের সমন্বয়ে একটি কমপ্লেক্স রূপে পরিচালিত হবে এই মারকায ৷ এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক শুভ সূচনার লক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ৷
তাগলীবে দ্বীন মারকাযের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান সমূহ:
১, কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ খেলাফত যুব মজলিস
২, কেন্দ্রীয় কার্যালয়, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস
৩, শাইখুলহাদীস রহঃ শিক্ষা ও গবেষনা কেন্দ্র
৪, আল্লামা ফরিদপুরী রহঃ পাঠাগার
৫, খেলাফত মিলনায়তন.
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি ৷