২৯৭
রবিউল আউয়াল মাসেই মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তি দিন- মাওলানা ইউসুফ আশরাফ

রবিউল আউয়াল মাসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মগ্রহণ করেছেন। এ মাসেই তিনি ইন্তেকাল করেছেন। ইতিহাসে এ মাস বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশে প্রিয় নবীর ওয়ারেস ওলামায়ে কেরামকে দীর্ঘদিন যাবৎ অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। সরকারের কাছে আহ্বান জানাই, রবিউল আউয়াল মাসেই সংগঠনের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মাওলানা মামুনুল হকসহ বন্দী আলেমদের মুক্তি দিন। আলেমদের অশ্রুকে ভয় করুন। না হয় অশুভ পরিণতি অনিবার্য।

আজ পল্টনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নির্বাচিত কর্মীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী তালীমী মজলিসের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ একথা বলেন।
তিনি বলেন, সংগঠনের কাজ গতিশীল ও মজবুত করতে প্রশিক্ষিত জনশক্তির বিকল্প নেই। প্রশিক্ষিত কর্মীবাহিনী ও যোগ্য নেতৃত্ব তৈরি হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সংগঠন তার লক্ষ্যপানে এগিয়ে যায়। তাই যোগ্যকর্মী গঠনে সংগঠনের সকল স্তরে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করতে হবে।


ঢাকা বিভাগের বিভিন্ন শাখার নির্বাচিত কর্মীদের নিয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তালীমী মজলিসে আরো আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুল মাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, মজলিসে খাস সদস্য ক্বারী হুসাইন আহমাদ, ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা ইমদাদুল্লাহ বিন সায়েনুদ্দীন প্রমুখ।
