তা’লীমী মজলিস অনুষ্ঠিত

যুব মজলিস ঢাকা মহানগরীর নির্বাচিত সদস্যদের নিয়ে তা’লীমী মজলিস অনুষ্ঠিত। মজলিসে দারসুল কুরআন পেশ করেন মহানগরীর মজলিসে আমেলা সদস্য ও মুহাম্মাদপুর জোন সভাপতি মাওলানা যাকারিয়া আল ফারুকী। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন মহানগরীর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

ফেসবুকে আমরা