কোটা পদ্ধতি বাতিল ও নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে যুব মজলিসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিল, নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনটির সভাপতি মাওলানা মামুনুল হকের নেতৃত্বে আজ শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী। এসময় তারা কোটা বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।

মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা মামুনুল হক শাহবাগে অসুস্থ আলেম মুফতি হুজাইফা সহ সারাদেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানান এবং চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবী জানান।

এ সময় তিনি বলেন, জনগনের শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করার বিরুদ্ধে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারণ করেন।

বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, মজলিসে শুরা খাস সদস্য মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা ফজলুর রহমান সহ-বাইতুল মাল সম্পাদক, মাওলানা শরীফ হুসাইন হুসাইন, সম্পাদক, সমাজকল্যান বিভাগ। ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, মাওলানা হাশমতুল্লাহ, মাওলানা আবুল হুসাইন। যুব মজলিস খ শাখার কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ ফয়সাল মাহমুদ, খ শাখা ঢাকা মহানগর সভাপতি মুহাম্মাদ মোশাররফ হুসাইন প্রমুখ।

ফেসবুকে আমরা