ভারতের কর্তৃত্ববাদী সরকারের এন. আর. সি. এর নামে মুসলিম বিতাড়নের চক্রান্ত ও ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ (২৩ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন বলেন,বিশ্বব্যাপী শান্তিকামী ছাত্র জনতা আজ জেগে উঠেছে। কর্তৃত্ববাদীরা তাদেরকে দমাতে উঠে পরে লেগেছে। ভারতে এন.আর.সি.এর নামে মুসলিম বিতাড়নের চক্রান্তের বিরুদ্ধে ভারতের ছাত্র জনতা তীব্র আন্দোলন গড়ে তুললে প্রকাশ্যে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে। তাদের সাথে সংহতি প্রকাশ করায় বাংলাদেশে ঘাপটি মেরে থাকা দাদাদের এদেশীয় দোসররা ডাকসুর নেতৃবৃন্দ ও ঢাবির সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। স্পষ্ট ঘোষনা করছি, অস্ত্র দিয়ে ছাত্র জনতাকে দমিয়ে রাখা যাবেনা। আগামীতে মজলুম জনতার পক্ষে যে কোন আন্দোলন সংগ্রামে খেলাফত ছাত্র মজলিস তাদের পাশে থাকবে।
ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হুসাইন,ঢাকা মহানগরের সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান।
খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ মুশাররফ হুসাইন লাবীব,কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ,কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক,কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মাদ শফীকুল ইসলাম।
ঢাকা মহনগর দক্ষিনের সভাপতি মুহাম্মাদ কামালুদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান সহ মহানগর উত্তর ও দক্ষিণের দায়িত্বশীলবৃন্দ।
৩৮৭