দুর্ভিক্ষ থেকে বাঁচতে মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন – যুব মজলিস ঢাকা মহানগর

যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক সহ কারাবন্দী সকল আলেম ও তৌহিদী জনতার দ্রুত মুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ নভেম্বর (শুক্রবার) বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত মাহফিলে বক্তারা বলেন দেশের উপর আসন্ন দুর্ভিক্ষ থেকে বাঁচতে সরকারের উচিত মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী নিরপরাধ আলেম-ওলামা ও তৌহিদী জনতাকে দ্রুত মুক্তি দেয়া। কারাবন্দি এ সকল মজলুম আলেম ও তাদের পরিবারের চোখের পানি দেশের দুর্ভিক্ষসহ নানা দুর্যোগকে ত্বরান্বিত করবে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর এর সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মজলিসে আমেলা সদস্য মাওলানা রুহুল আমীন, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামালউদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ প্রমুখ।

দোয়া পরিচালনা করেন বিশিষ্ট গবেষক আলেম মুফতি শহিদুল ইসলাম।

ফেসবুকে আমরা