৭৮৫
নিরপরাধ রাজবন্দী মাওলানা মামুনুল হককে নিয়ে সরকার মিডিয়া ট্রায়াল শুরু করেছে। হ্যান্ডকাফ, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে বড় অপরাধী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। এই অশুভ পায়তারা বন্ধ করুন। জনগণকে বোকা ভাববেন না।
আজ ২১ অক্টোবর’২২ শুক্রবার বিকালে পল্টনের দারুল খেলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালি একথা বলেন। এসময় তিনি সালাম না দেয়ায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ মসজিদের খতিবকে কটূক্তির তীব্র নিন্দা জানান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের শাস্তির দাবি জানান।

ঢাকা মহানগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে, সহসভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকির যৌথ পরিচালনায় মুফতি নেয়ামতুল্লাহ আমিনের দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়। এতে ঢাকা মহানগরীর বিভিন্ন জোন থেকে আগত কর্মীরা অংশ নেয়।
সভাপতির বক্তব্যে মাওলানা রাকীবুল ইসলাম বলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সূচনালগ্ন থেকেই নিয়মতান্ত্রিক কাজ পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামী ৪ঠা নভেম্বর’২২ নগর সম্মেলনের আয়োজন করেছে। এতে যথাসময়ে সকলকে উপস্থিত হওয়ার পাশাপাশি সম্মেলন বাস্তবায়নে ব্যাপক দাওয়াতি কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর বাইতুল মাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মজলিসে আমেলার সদস্য মাওলানা রুহুল আমীন, ,মুহাম্মাদ মিজানুর রহমান, মাওলানা জাকারিয়া আল ফারুকি, মাওলানা আবুল খায়ের প্রমুখ।