৭৩
গতকাল (১১ জানুয়ারি) শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ খেলাফত যুব মজলিস-এর মজলিসে শুরা আমের ১৫তম অধিবেশনে নতুন সেশনের এ নির্বাচন সম্পন্ন হয়।
সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের জনশক্তি নকীবদের প্রত্যক্ষ ভোটে নতুন সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন।
অধিবেশনে বিদায়ী বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন- ‘আজকে আমরা যুব মজলিসের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি কিন্তু যুব মজলিসের সদস্যরা আজীবন যুব মজলিসের সদস্য থাকবে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করে। ১৬ বছরের অগ্রযাত্রায় যুব মজলিস সারা দেশের যুবসমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বৃহৎ ঐক্য প্রতিষ্ঠা ও সব বিরোধ পরিহার করে কাজের মাধ্যমে নিজেদের পথ তৈরির জন্য বিরামহীন মেহনত করেছে। এ সময় তিনি যুব মজলিসের কর্মীদের ত্যাগ ও কোরবানির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মপ্রচার ও আত্মপ্রদর্শনী পরিহার করে সারা দেশে কাজ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অধিবেশনে ২৮ সদস্য বিশিষ্ট নতুন সেশনের জন্য মজলিসে শুরা খাস এর নতুন কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা শরীফ সাঈদুর রহমান, সাবেক সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাবেক প্রশিক্ষণ ও বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সাবেক প্রচার-প্রকাশনা ও অফিস বিভাগের সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা শরীফ হুসাইন, মজলিসে খাসের সাবেক সদস্য মাওলানা ওয়ালীউল্লাহ মাহমুদ, কারী হুসাইন আহমাদ, হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা রেজাউল করীম প্রমুখ।।