টাঙ্গাইলে সদস্য তালিমি মজলিস এবং শাখা গঠন সম্পন্ন

টাঙ্গাইলে ঘাটাইল থানায় গতকাল(২২/০১/২৫)বুধবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সদস্য তালিমি মজলিস এবং থানা শাখা গঠন সম্পন্ন হয়েছে।

তালিমি মজলিসে বিষয় ভিত্তিক আলোচনা করেন মজলিসে শুরা খাসের সদস্য মাওলানা মুহাম্মাদ আবু বকর, জেলা সভাপতি মাওলানা কামরুল হাসান,সহ সভাপতি মাওলানা যায়েদ হাবিব,বাইতুল মাল বিভাগ সম্পাদক মুন্নাফ প্রামানিক সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।


তালিমি ১২ জন সদস্যকে কর্মী ঘোষণা করা হয় এবং ঘাটাইল থানা শাখা গঠন করা হয়, এ সময় উপস্থিত ছিলেন থানা শাখা সভাপতি মুফতি ইমরান হুসাইন রাহমানি,সহ সভাপতি মাওলানা কামরুল হাসান, মাওলানা মাসরুর আহমাদ,সংগঠন বিভাগ সম্পাদক মাওলানা মোতালেব হোসেন,বাইতুল মাল বিভাগ সম্পাদক মাও.আব্দুল আজিজ,প্রশিক্ষণ সম্পাদক, মাও. আব্দুল লতিফ,সমাজকল্যাণ সম্পাদক হাফেজ সোলায়মান সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

ফেসবুকে আমরা