বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন।

——————————————————————-
গতকাল (৩০ জানুয়ারি) ২০২৫ ইং বৃহস্পতিবার টাঙ্গাইল সদরের দারুল হিদায়াহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়। বিগত মজলিসে আমেলা সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, টাঙ্গাইল জেলার সাবেক সভাপতি মাওলানা কামরুল হাসান, মাওলানা জায়েদ।
আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সভাপতি মাওলানা আবু বকর, সহ সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আশরাফ বিন সাঈদ, বায়তুল মাল বিভাগের সম্পাদক মুন্নাফ প্রামাণিক, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আবু তাহের, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক কারি আব্দুল বারি, অফিস বিভাগের সম্পাদক আল আমিন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা মারুফুর রহমান, মজলিসে আমেলা সদস্য মাওলানা আবু ইউসুফ, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা হাম্মাদুল্লাহ, মাওলানা আরিফুর রহমান, মাওলানা আনোয়ার হুসাইন, হাফেজ আবিদ প্রমুখ।

ফেসবুকে আমরা