যৌথ বাহিনীর টর্চারে যুবদল নেতার হত্যাকাণ্ডের ঘটনায় যুব মজলিসের প্রতিবাদ

———————————————————————————————

গত ৩০ জানুয়ারি ২০২৫ ঈ. বৃহস্পতিবার গভীর রাতে কুমিল্লায় তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতাকে যৌথ বাহিনীর পরিচয় বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে অসুস্থ অবস্থায় পুলিশি পাহারায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণমাধ্যম সূত্রে জানা যায় নিহত তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কোন মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) ছিল না। নিহত তৌহিদুল ইসলামের শরীরে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে । যা ইঙ্গিত করে যে আটক অবস্থায় নির্যাতন করা হয়েছিল। এবং তার পরিবারের একাধিক সদস্যদেরও দাবি যে আটকের পরে নির্মম নির্যাতন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

আজ ১লা ফেব্রুয়ারি ২০২৫ঈ. শনিবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট এর পূর্বে খুন গুমসহ সর্বপ্রকারের অপরাধে মেতে উঠেছিল ফ্যাসিবাদী সরকার। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করেছিল। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না।
৫ আগস্টে ফ্যাসিবাদিরা পালিয়ে গেছে ঠিকই কিন্তু রন্ধ্রে রন্ধ্রে তাদের চ্যালা-চামুণ্ডা রেখে গেছে। যৌথ বাহিনীর মতো গুরুত্বপূর্ণ স্থানসহ প্রশাসনের সর্বক্ষেত্রে ফ্যাসিবাদের দোসররা এখনো বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। বর্তমান সরকার তাদের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নিতে পারেনি।

নেতৃবৃন্দ বিচারবহির্ভূত তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে যেন আর কেউ নির্মমভাবে জুলুমের শিকার না হয়, তা নিশ্চিত করতে সৎ, যোগ্য, দেশপ্রেমিক নাগরিক দ্বারা কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।

বার্তা প্রেরক
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস

ফেসবুকে আমরা