আজ (২২ফেব্রুয়ারী ‘২৫) শনিবার কেরানীগঞ্জের কলাতিয়ায় তারবিয়াহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লাবিব এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান।
সভায় যুব মজলিসের জেলা ও মহানগর শাখাসমূহের বিগত ২০২৪ সালের বাৎসরিক প্রতিবেদন পেশ ও রিপোর্টের উপর পর্যালোচনা হয় এবং আগামী ২০২৫ সালের পরিকল্পনা পেশ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা জাকির হোসাইন, বায়তুল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা হাশমতুল্লাহ ফরিদী, সহ প্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ্ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মাওলানা মুহিব্বুল মুরসালিন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মোল্লা হাবিবুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ ।