বাংলাদেশ খেলাফত যুব মজলিসের “তরবিয়তী ইজতেমা” অনুষ্ঠিত 

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তরবিয়তী ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেরানিগঞ্জে নির্মিতব্য বাবরী মসজিদ সংলগ্ন তারবিয়াহ ময়দানে জুমার বয়ানের মাধ্যমে শুরু হয়ে শনিবার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের আখেরি বয়ান ও মুনাজাতের মাধ্যমে শেষ হয় দুইদিনব্যাপী তরবিয়তী ইজতেমা।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, বাহ্যিক প্রস্তুতির পাশাপাশি আধ্যাত্মিক শক্তি অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন যে, রাতের অশ্রুঝরা ইবাদত ও দিনের ঘামঝরা পরিশ্রমের মাধ্যমেই তাগুতী শক্তিকে উৎখাত করে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, খেলাফত রাষ্ট্রব্যবস্থা ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়। আল্লাহর বিধান বাস্তবায়িত হলে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

এসময় তিনি সংগঠনকে নিয়মতান্ত্রিক কাজের মাধ্যমে শক্তিশালী করার আহ্বান জানান এবং সমাজের মানুষের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে খেলাফতের পক্ষে গণজাগরণ তৈরির তাগিদ দেন।

ইজতেমা শেষে দেশ ও জাতির কল্যাণসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর জন্য বিশেষ মুনাজাত করা হয়।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে ও  প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির ও সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ’র যৌথ পরিচালনায় ইজতেমায় আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ,  মাওলানা জাকির হুসাইন, বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আবরারুল হক নোমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা হাশমতুল্লাহ ফরিদী, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামালুদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. আবু সাঈদ নোমান, প্রকাশনা সম্পাদক মাও. হারুনুর রশীদ ভুঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দীক, জামিয়াতুত তারবিয়ার নায়েবে মুদীর মাওলানা মাসনূন মুহিব্বুল্লাহ। যুব মজলিসের কেন্দ্রীয় অফিস বিভাগের সম্পাদক হাবিবুল্লাহ সিরাজ, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আমীন, সহ প্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ্ কাসেমী, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ওসমান গনী, মোল্লা হাবীবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

ফেসবুকে আমরা