৩২০
সোমবার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কার্যালয় “তাগলীবে দ্বীন মারকায” উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার অপরিহার্যতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন,খেলাফত যুব মজলিস নতুন কোনো সংগঠন নয়, যুব মজলিস হাফেজ্জী হুজুর ও শাইখুল হাদিস রহ. এর কাজেরই ধারাবাহিকতা। তিনি বলেন, তাগলীবে দ্বীনের পথ বড় কঠিন পথ। এ পথকে আমরাই কঠিন করে নিয়েছি। এর জন্য আমরাই দায়ী। এ পথকে সহজ করার সাহসী উদ্যোগ নিয়েছে খেলাফত যুব মজলিস। যুব মজলিসের কর্মীদের প্রতি উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহর পথের মুজাহিদদের স্বপ্ন বড় থাকতে হয়, যুব মজলিসের এ মহান উদ্যোগ বাংলাদেশে ইসলামী বিপ্লবের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে আশা করি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক বলেন,বাংলাদেশ খেলাফত যুব মজলিস গতানুগতিক চিন্তা থেকে বেড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে এসে কার্যক্রম শুরু করেছে। গ্রামের সবুজ পরিবেশে তরুন মেধাবীদেরকে শিক্ষা দীক্ষার মাধ্যমে আমরা তৃণমূল পর্যায় থেকে নেতৃত্বের জন্য তৈরি করতে চাই। বিলুপ্ত খেলাফতকে পূণ:রুদ্ধারে আমরা তরুন প্রজন্মকে ইলায়ে কালিমাতুল্লাহর চেতনায় গড়ে তোলতে চাই। এ সুদূর প্রসারি চিন্তা বাস্তবায়য়ে কাজ করে যাচ্ছে খেলাফত যুব মজলিস।
অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাও. জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, এনামূল হক মূসা, জামিয়া রাহমানিয়ার শিক্ষাসচিব মুফতী আশরাফুজ্জামানসহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

